বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৫৩ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে আলামতসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সাহারুল (৩৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার মোবারক পাড়ার পিয়ার আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি ও পিস্তলের তথ্য পায় চুয়াডাঙ্গার সেনাবাহিনী ক্যাম্প। ওই সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় আসামির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় আসামিকে গ্রেপ্তার করেন তারা।

পরে তার দেওয়া তথ্যানুযায়ী বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সঙ্গে একটি মোবাইলও উদ্ধার করে সেনাবাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০১:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে আলামতসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সাহারুল (৩৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার মোবারক পাড়ার পিয়ার আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি ও পিস্তলের তথ্য পায় চুয়াডাঙ্গার সেনাবাহিনী ক্যাম্প। ওই সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ায় আসামির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় আসামিকে গ্রেপ্তার করেন তারা।

পরে তার দেওয়া তথ্যানুযায়ী বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সঙ্গে একটি মোবাইলও উদ্ধার করে সেনাবাহিনী।