রবিউল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে আনুমানিক সারে ” তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক করেছে ১৫ বর্ডার গার্ড বিজিবি লালমনিরহাট,
লালমনির হাটে ১৪ অক্টোবর(সোমবার) বিকাল অনুমানিক ৩. ০০ টার দিকে তিস্তা টোল প্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান তল্লাসী করে সোয়া তিন কোটি টাকার ভারতীয় শাড়ী, পাঞ্জাবী, ও প্যান্ট পিস আটক করা হয়। বিজিবি জানায়, লালমনিরহাট ১৫ বিজিবির একটি টহল দল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তি সদর উপজেলার বড়বাড়ি এলাকায় কুড়িগ্রাম- ঢাকা মহাসড়কে নাগেশ্বরী থেকে ছেড়ে আসা করতোয়া কুরিয়ার সার্ভিস একটি কার্ভার্ড ভ্যানকে দাড়ানোর জন্য সংকেত প্রদর্শন করে। ভ্যানটি না দাঁড়িয়ে তিস্তা টোল প্লাজা অভিমুখে চলতে থাকে। পরে বিজিবি ধাওয়া করে তিস্তা টোল প্লাজায় ভ্যানটিকে আটক করে।
এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪৬৬ পিস ভারতীয় শাড়ী,১৪৭৯ পিস পাঞ্জাবী ও ১০০০ পিস প্যান্ট উদ্ধার করা হয়। যার অনুমানিক বাজার মূল্য তিন কোটি উনিশ লক্ষ সাতাশ হাজার টাকা। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সিইও কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।আটককৃত কাভার্ড ভ্যান বর্তমানে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন, সদরে রয়েছে।