যশোরে মাদকাসক্ত মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন মা। মাদক সেবনের টাকা না পেয়ে মাকে মারধর এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে সোমবার আদালতে মেয়ে শ্রাবনী আক্তার ঋতুর বিরুদ্ধে মামলা করেছেন মা পারভীন খাতুন। পারভীন খাতুন সদর উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী। বর্তমানে তারা হামিদপুর গ্রামের বাসিন্দা। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন।
পারভীন খাতুন মামলায় উল্লেখ করেছেন, ঋতু সরকারি এমএম কলেজে অনার্স ফাইনাল পরীক্ষা দেয়ার পর উচ্ছৃঙ্খল হয়ে যান। বাধ্য হয়ে তিনি মেয়েকে বিয়ে দেন। কিন্তু স্বামীর সাথে ঝগড়াঝাটি এবং মারামারি করে বাবার বাড়িতে ফিরে আসেন ঋতু। পরে স্বামীকে তালাক দেন। এরপর ঋতু নানা প্রকার মাদকে আসক্ত হয়ে পড়েন। কিশোর গ্যাংয়ের সাথে মিশে চুরি ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন ঋতু।
পারভীন খাতুন মেয়েকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে অভিযোগ করেছেন, ঋতু ভুয়া আইডি কার্ড বানিয়ে ডিসি অফিসের নারী কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে অর্থ আদায় শুরু করেছেন। এরইমধ্যে মায়ের নামে থাকা জমি এবং বাড়িঘর ঋতুর নামে লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। ফলে ঋতুকে ঘরের ভেতর আটকে রাখেন পারভীন খাতুন। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। গত ৭ অক্টোবর দুপুর ২টার দিকে ঋতু সুলতানপুরের বাড়িতে গিয়ে ভাঙচুর করতে থাকেন। খবর পেয়ে পারভীন খাতুন সেখানে গেলে ঋতু বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। এক পর্যায়ে চাকু নিয়ে তাকে ধাওয়া করেন। যে কারণে বাধ্য হয়ে মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন পারভীন খাতুন।