একুশে বইমেলায় মিনহাজুল হকের “অজানা শত্রু” প্রকাশিত হচ্ছে

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৪৪ বার পঠিত

একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে প্রতিভাবান লেখক মিনহাজুল হকের নতুন থ্রিলার উপন্যাস “অজানা শত্রু”। থ্রিলারপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক আকর্ষণীয় সংযোজন। রহস্য ও উত্তেজনার গল্পে ভরপুর এই উপন্যাসে পাঠকরা পাবেন নতুন ধরনের অভিজ্ঞতা, যা তাদের টেনে নিয়ে যাবে এক অনিশ্চিত জগতে। মিনহাজুল হকের লেখনীতে থ্রিলারের মুগ্ধকর ধারা এবং সুনিপুণ কাহিনী বুননের দক্ষতা দেখা যাবে এই বইয়ে।

লেখক বলেন, “অজানা শত্রু লেখার সময় আমি চেষ্টা করেছি এমন এক রহস্যময় জগতের চিত্র আঁকতে, যেখানে মানুষকে নিজেকে এবং চারপাশের পরিস্থিতিকে নতুন করে ভাবতে হবে। এটি আমার কাছে শুধু একটি থ্রিলার নয়, বরং মানুষের মানসিকতার গভীর অনুসন্ধানের চেষ্টা। আশা করছি, পাঠকরা উপন্যাসটির প্রতিটি মোড়ে নতুন উত্তেজনা ও চিন্তার খোরাক পাবেন।”

এছাড়াও, এবারের বইমেলায় মিনহাজুল হক এবং মেঘনা জান্নাতের যৌথ কাব্যগ্রন্থ “নির্জন নক্ষত্রপথ” প্রকাশিত হবে। যদিও এই বইটি সম্পর্কে প্রকাশনী থেকে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, পাঠকরা এই গ্রন্থের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

একুশে বইমেলায় মিনহাজুল হকের এই নতুন দুটি বই পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

একুশে বইমেলায় মিনহাজুল হকের “অজানা শত্রু” প্রকাশিত হচ্ছে

প্রকাশের সময় : ০৭:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে প্রতিভাবান লেখক মিনহাজুল হকের নতুন থ্রিলার উপন্যাস “অজানা শত্রু”। থ্রিলারপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক আকর্ষণীয় সংযোজন। রহস্য ও উত্তেজনার গল্পে ভরপুর এই উপন্যাসে পাঠকরা পাবেন নতুন ধরনের অভিজ্ঞতা, যা তাদের টেনে নিয়ে যাবে এক অনিশ্চিত জগতে। মিনহাজুল হকের লেখনীতে থ্রিলারের মুগ্ধকর ধারা এবং সুনিপুণ কাহিনী বুননের দক্ষতা দেখা যাবে এই বইয়ে।

লেখক বলেন, “অজানা শত্রু লেখার সময় আমি চেষ্টা করেছি এমন এক রহস্যময় জগতের চিত্র আঁকতে, যেখানে মানুষকে নিজেকে এবং চারপাশের পরিস্থিতিকে নতুন করে ভাবতে হবে। এটি আমার কাছে শুধু একটি থ্রিলার নয়, বরং মানুষের মানসিকতার গভীর অনুসন্ধানের চেষ্টা। আশা করছি, পাঠকরা উপন্যাসটির প্রতিটি মোড়ে নতুন উত্তেজনা ও চিন্তার খোরাক পাবেন।”

এছাড়াও, এবারের বইমেলায় মিনহাজুল হক এবং মেঘনা জান্নাতের যৌথ কাব্যগ্রন্থ “নির্জন নক্ষত্রপথ” প্রকাশিত হবে। যদিও এই বইটি সম্পর্কে প্রকাশনী থেকে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, পাঠকরা এই গ্রন্থের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

একুশে বইমেলায় মিনহাজুল হকের এই নতুন দুটি বই পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।