যৌথ বাহিনীর অভিযানে কুড়িগ্রামে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ২৮ বার পঠিত


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, কুড়িগ্রামের ভূরঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মাদক ব্যবসায়ী খায়রুল আলম লাবু (৪১)।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী খায়রুল আলমকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ২২ বীরের কুড়িগ্রাম জেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুম বিল্লাহ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুর রহমান, ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান এবং ভূরুঙ্গামারী থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিষয় :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যৌথ বাহিনীর অভিযানে কুড়িগ্রামে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ১০:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, কুড়িগ্রামের ভূরঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মাদক ব্যবসায়ী খায়রুল আলম লাবু (৪১)।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী খায়রুল আলমকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ২২ বীরের কুড়িগ্রাম জেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুম বিল্লাহ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুর রহমান, ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান এবং ভূরুঙ্গামারী থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।