পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক আব্দুল ওয়াহিদ মুরাদ নয়ন। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে কার্যনির্বাহী কমিটির ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হওয়ার পর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে তিনি পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি ও পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তার নেতৃত্বেই পঞ্চগড়ে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট, রেফারী প্রশিক্ষণ, ফিটনেস প্রশিক্ষণ সহ ফুটবল খেলার উন্নয়নে কার্যক্রম হয়েছিলো৷ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেন, আব্দুল ওয়াহিদ মুরাদ নয়নের নেতৃত্ব এর আগে পঞ্চগড়ের ফুটবল ক্রীড়াঙ্গন অনেক এগিয়ে গেছে৷ আমরা চাই, তার বলিষ্ঠ নেতৃত্বে পঞ্চগড় জেলার ফুটবলের সোনালী অতীত ফিরে আসুক৷ ওয়াহিদ মুরাদ নয়ন এ জেলায় খেলা ও সংস্কৃতি প্রেমী মানুষ হিসেবে পরিচিত৷
এছাড়াও তিনি মর্ডান পাইথিয়ান গেমস বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও বোদা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, জেলার পাঁচ উপজেলার ৮ টি ফুটবল একাডেমিকে সাথে নিয়ে যাত্রা শুরু করেছিলো পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন৷
সর্বশেষ :
পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত সভাপতি হলেন ওয়াহিদ মুরাদ নয়ন
- স্মার্ট ডেস্ক
- প্রকাশের সময় : ০৫:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- ৫১ বার পঠিত
বিষয় :
জনপ্রিয়