স্টাফ রিপোর্টারঃ
একটি মাইক্রোবাসে তারা সাংবাদিকতার ভুয়া আইডি কার্ড দেখিয়ে পঞ্চগড়ের বিভিন্ন মাদ্রাসায় চাঁদাবাজি করেন৷ সর্বশেষ শালবাহান দাখিল মাদ্রাসায় গেলে তাদের দেখে সন্দেহ হলে শিক্ষকরা তাদের আটক করে পরে তাদের আইডি কার্ড ভুয়া হওয়ায় পরে প্রশাসনের হাতে হস্তান্তর করেন৷ ১০০/১৫০ টাকা দিয়ে পত্রিকার আইডি কার্ড নিজেই তৈরী করে বা কিনে অসৎ উদ্দেশ্য হাসিল করে ,এমন কিছু অসৎ ব্যক্তির কারনেই সাংবাদিকতার মতো একটি মহৎ পেশা ও মূলধারার গনমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে৷ আমাদের পঞ্চগড়সহ জেলার ৫ উপজেলায় এমন কিছু অসাধু পত্রিকার আইডি কার্ড নিয়ে এসে এভাবে সাধারণ মানুষকে হয়রানী করতেছে বলে অভিযোগ উঠেছে ৷ এছাড়াও এসব ভুয়া সাংবাদিকরা পঞ্চগড়ে আসলে বিভিন্ন কর্মকর্তা ও রাজনীতিবিদরা তাদের ভাব দেখে সাদরে গ্রহণ করে স্বাক্ষাতকার দিতে স্বাচ্ছন্দ্যে বোধ করেন।
তাই সবাই সাবধান,এমন অসাধু চক্রের খপ্পরে পড়লে তাদের বিষয়ে খোঁজ খবরসহ দায়িত্বশীল গন্যমাধ্যম বা প্রশাসনকে অবগত করার অনুরোধ রইলো৷