আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন দক্ষিণ রামখানা ইন্দিরাটার এলাকা থেকে ফুলবাড়ী থানাধীন অনন্তপুর কাশিপুর এলাকার মাদক কারবারি মোঃ মল্লিক আলী (৪৪) কে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।