আক্কেল দাঁত (3rd Molar) -এর সমস্যা ও প্রতিকার

  • সম্পাদকীয়
  • প্রকাশের সময় : ১১:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৫৭ বার পঠিত

আক্কেল দাতঁ হচ্ছে উপরের ও নিচের মাড়ির সবচেয়ে
পেছনের পেষণ দাঁত (3rd Molar)। এটি সাধারনত ১৭
থেকে ২৪ বছরের মধ্যে উঠে থাকে। কারো কারো এটি
নাও উঠতে পারে; কারো সবগুলোই (৪টি) উঠতে পারে।
সুস্থ্য ও স্বাভাবিক আবস্থানের আক্কেল দাঁত কোন
সমস্যা তৈরী করে না। কিন্তু যদি দাঁতটি ওঠার জন্য
পর্যাপ্ত জায়গা না থাকে বা দাঁতটির আকৃতি বা
অবস্থানের জন্য অবরুদ্ধ (Impacted) হয়ে থাকে;
তবে বিভিন্ন উপসর্গ ও সমস্যা দেখা দিতে পারে।

যেমনঃ
– আংশিক উদগত আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বকে
খাবার সময় কামড় লাগতে পারে, ফলে ব্যাথা হতে
পারে।
– তাছাড়া আক্কেল দাঁতের মাড়ির ত্বকের ভেতর
খাদ্যকণা আটকে থাকতে পারে এবং তা থেকে জীবানু
সংক্রমণ (Infection) হতে পারে। এমন অবস্থা কে
বলা হয় Pericoronitis; যা থেকে তীব্র ব্যাথা, মুখ হা
করতে সমস্যা, জ্বর ইত্যাদি অসুবিধা হতে পারে।
– Pericoronitis -এ দীর্ঘদিন ভুগলে ধীরে ধীরে মাড়ি
ফুলে যেতে পারে এবং পুঁজ সৃষ্টি হবে যা থেকে মুখে
দুর্গন্ধ হবে।
চিকিৎসাঃ
আক্কেল দাঁতের যে কোন সমস্যার ক্ষেত্রে শুরুতেই
একটি এক্স-রে করানো প্রয়োজন। এক্স-রে তে
দাঁতটির আকৃতি ও অবস্থান ভালোভাবে দেখে চিকিৎসা
পদ্ধতি ঠিক করা হয়।
– যদি দাঁতটির অবস্থান ও উঠার পথ ঠিক থাকে এবং
উঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকে তবে দাঁতটি তোলার
দরকার হয় না। এক্ষেত্রে হালকা গরম লবণ-পানি দিয়ে
কুলকুচি ও সাধারন ব্যাথার ঔষধই যথেষ্ট।
– তবুও দাঁতটি উঠতে সমস্যা হলে বা মাড়িতে
ইনফেকশন (Pericoronitis) হলে, আক্কেল দাঁতের
উপরের মাড়ির ত্বক একটি ছোট অপারেশন
(Operculectomy) -এর মাধ্যমে কেটে দেয়া হয়। সেই
সাথে ইনফেকশন রোধের জন্য এন্টিবায়োটিক ও
ব্যাথানাশক ঔষধ গ্রহন করতে হয়।
– তবে অবরুদ্ধ (Impacted) আংশিক উদগত আক্কেল
দাঁতের ক্ষেত্রে দাঁতটি তুলে (Extraction) ফেলাই
উত্তম। এটিই আক্কেল দাঁতের যে কোন সমস্যার
সবচেয়ে সাধারন চিকিৎসা।

আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে খেতে বা কথা
বলতে কোন সমস্যা হয়না। তবে মনে রাখা উচিত যে,
“আক্কেল দাঁত তোলা” একটি বড় ও গুরুত্বপূর্ন
অপারেশন।

পরামর্শ;
ডা.মো.রাসেল(রিয়াদ হোসাইন)
বিডিএস(ডেন্টাল সার্জন)
ডিটি,এফটিসিঃরংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
স্পেশাল ট্রেনিংঃ আঁকাবাঁকা ও উঁচু নিচু দাঁত সোজা করন।
স্পেশাল ট্রেনিংঃ এন্ডোডন্টিক্স রুট কেনাল চিকিৎসা
স্পেশাল ট্রেনিংঃ শিশু দন্ত রোগ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

আক্কেল দাঁত (3rd Molar) -এর সমস্যা ও প্রতিকার

প্রকাশের সময় : ১১:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আক্কেল দাতঁ হচ্ছে উপরের ও নিচের মাড়ির সবচেয়ে
পেছনের পেষণ দাঁত (3rd Molar)। এটি সাধারনত ১৭
থেকে ২৪ বছরের মধ্যে উঠে থাকে। কারো কারো এটি
নাও উঠতে পারে; কারো সবগুলোই (৪টি) উঠতে পারে।
সুস্থ্য ও স্বাভাবিক আবস্থানের আক্কেল দাঁত কোন
সমস্যা তৈরী করে না। কিন্তু যদি দাঁতটি ওঠার জন্য
পর্যাপ্ত জায়গা না থাকে বা দাঁতটির আকৃতি বা
অবস্থানের জন্য অবরুদ্ধ (Impacted) হয়ে থাকে;
তবে বিভিন্ন উপসর্গ ও সমস্যা দেখা দিতে পারে।

যেমনঃ
– আংশিক উদগত আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বকে
খাবার সময় কামড় লাগতে পারে, ফলে ব্যাথা হতে
পারে।
– তাছাড়া আক্কেল দাঁতের মাড়ির ত্বকের ভেতর
খাদ্যকণা আটকে থাকতে পারে এবং তা থেকে জীবানু
সংক্রমণ (Infection) হতে পারে। এমন অবস্থা কে
বলা হয় Pericoronitis; যা থেকে তীব্র ব্যাথা, মুখ হা
করতে সমস্যা, জ্বর ইত্যাদি অসুবিধা হতে পারে।
– Pericoronitis -এ দীর্ঘদিন ভুগলে ধীরে ধীরে মাড়ি
ফুলে যেতে পারে এবং পুঁজ সৃষ্টি হবে যা থেকে মুখে
দুর্গন্ধ হবে।
চিকিৎসাঃ
আক্কেল দাঁতের যে কোন সমস্যার ক্ষেত্রে শুরুতেই
একটি এক্স-রে করানো প্রয়োজন। এক্স-রে তে
দাঁতটির আকৃতি ও অবস্থান ভালোভাবে দেখে চিকিৎসা
পদ্ধতি ঠিক করা হয়।
– যদি দাঁতটির অবস্থান ও উঠার পথ ঠিক থাকে এবং
উঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকে তবে দাঁতটি তোলার
দরকার হয় না। এক্ষেত্রে হালকা গরম লবণ-পানি দিয়ে
কুলকুচি ও সাধারন ব্যাথার ঔষধই যথেষ্ট।
– তবুও দাঁতটি উঠতে সমস্যা হলে বা মাড়িতে
ইনফেকশন (Pericoronitis) হলে, আক্কেল দাঁতের
উপরের মাড়ির ত্বক একটি ছোট অপারেশন
(Operculectomy) -এর মাধ্যমে কেটে দেয়া হয়। সেই
সাথে ইনফেকশন রোধের জন্য এন্টিবায়োটিক ও
ব্যাথানাশক ঔষধ গ্রহন করতে হয়।
– তবে অবরুদ্ধ (Impacted) আংশিক উদগত আক্কেল
দাঁতের ক্ষেত্রে দাঁতটি তুলে (Extraction) ফেলাই
উত্তম। এটিই আক্কেল দাঁতের যে কোন সমস্যার
সবচেয়ে সাধারন চিকিৎসা।

আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে খেতে বা কথা
বলতে কোন সমস্যা হয়না। তবে মনে রাখা উচিত যে,
“আক্কেল দাঁত তোলা” একটি বড় ও গুরুত্বপূর্ন
অপারেশন।

পরামর্শ;
ডা.মো.রাসেল(রিয়াদ হোসাইন)
বিডিএস(ডেন্টাল সার্জন)
ডিটি,এফটিসিঃরংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
স্পেশাল ট্রেনিংঃ আঁকাবাঁকা ও উঁচু নিচু দাঁত সোজা করন।
স্পেশাল ট্রেনিংঃ এন্ডোডন্টিক্স রুট কেনাল চিকিৎসা
স্পেশাল ট্রেনিংঃ শিশু দন্ত রোগ