আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ৫৬বিজিবি কর্তৃক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৬ বার পঠিত

আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে ৫৬ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯-সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ শিংরোড কোম্পানীর দায়িত্বপূর্ণ পঞ্চগড় সদর উপজেলাধীন ‘‘টুনিরহাট কাজলদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে’’ আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে আইন-শৃংখলা বিষয়োক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি। এ সময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ৫৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ আলী আকবর, বিজিবি শিংরোড কোম্পানী কমান্ডার, পঞ্চগড় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সীমান্তবর্তী ৩৮ টি পূজামন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, স্থানীয় চেয়ারম্যান, শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাধারণ মানুষ। সমন্বয় সভায় ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ০৮ কিঃ মিঃ এর মধ্যে বিদ্যমান পূজামন্ডপ সমূহে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করার ব্যাপারে শৃংখলা বিষয়ক সার্বিক সহায়তা প্রদান করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া, পূজামন্ডপে আগত লোকজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ আইন-শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার পূজামন্ডপ সমূহে নিরাপদে পূজা উদযাপন নিশ্চিত করতে ৫৬ বিজিবির নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে যা চলমান থাকবে। এছাড়াও, শারদীয় দূর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৫৬ বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজিবি এর এমন তৎপরতার ভূূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ। দেশে চলমান পরিস্থিতিতে বিজিবির এই জোরালো পদক্ষেপ আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের জন্য সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন অনেকেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ৫৬বিজিবি কর্তৃক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে ৫৬ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯-সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ শিংরোড কোম্পানীর দায়িত্বপূর্ণ পঞ্চগড় সদর উপজেলাধীন ‘‘টুনিরহাট কাজলদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে’’ আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে আইন-শৃংখলা বিষয়োক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি। এ সময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ৫৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ আলী আকবর, বিজিবি শিংরোড কোম্পানী কমান্ডার, পঞ্চগড় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সীমান্তবর্তী ৩৮ টি পূজামন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, স্থানীয় চেয়ারম্যান, শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাধারণ মানুষ। সমন্বয় সভায় ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ০৮ কিঃ মিঃ এর মধ্যে বিদ্যমান পূজামন্ডপ সমূহে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করার ব্যাপারে শৃংখলা বিষয়ক সার্বিক সহায়তা প্রদান করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া, পূজামন্ডপে আগত লোকজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ আইন-শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার পূজামন্ডপ সমূহে নিরাপদে পূজা উদযাপন নিশ্চিত করতে ৫৬ বিজিবির নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে যা চলমান থাকবে। এছাড়াও, শারদীয় দূর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৫৬ বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বিজিবি এর এমন তৎপরতার ভূূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ। দেশে চলমান পরিস্থিতিতে বিজিবির এই জোরালো পদক্ষেপ আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের জন্য সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন অনেকেই।