কার্তিকেই উত্তরে শীত-কুয়াশার ডামাডোল, বিড়াম্বনায় সাধারণ মানুষ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

হেমন্তের ঋতুর শুরুতে কুড়িগ্রামে পড়ছে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে পড়া এ কুয়াশা থাকছে সকাল ৯টা পর্যন্ত। আর এ কুয়াশা শীতের আভাস দিচ্ছে এ জেলায়। অন্যদিকে ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়ছে সড়কের যানবাহন, কৃষক ও শ্রমিক। আগাম শীতের আশঙ্কা করছে মানুষ।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ থেকে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়ছে, তবে কার্তিক মাসের প্রথম দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ কুয়াশা স্থায়ী হচ্ছে সকাল ৯টা পর্যন্ত। ফলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে অসুবিধায় পড়েছে বিভিন্ন শ্রেণির শ্রমিক।

সোনাহাট স্থলবন্দরের মোঃ আবু মুছা শামীম বলেন, ‘বেশ কয়েক দিন থেকে কুয়াশা পড়ছে। এই কুয়াশায় স্থলবন্দর যেতে তাদের কষ্ট হয়। ভোরবেলা এমন কুয়াশা পড়ে চোখে দেখা যায় না।’

কেদার এলাকার কৃষক মোঃ আবুল কালাম আজাদ স্বপন বলেন, ‘এখন টাল আবাদের মৌসুম। সকালে যে কুয়াশা পড়ে এতে ক্ষেত খামারে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে।’

একই এলাকার তেলবাহী লরি চালক মোঃ দেলোয়ার হোসেন বলেন, কুয়াশার ধরন দেখে বোঝা যাচ্ছে এবার আগাম শীত পড়বে। কেননা জীবনে এই প্রথম কার্তিক মাসের মাঝামাঝিতে এমন কুয়াশা দেখলাম। যদিও ভারি কুয়াশা, তবে ঠান্ডা লাগে না।

oppo_0

কুড়িগ্রামের কৃষি পর্যবেক্ষক ও আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘২৫ অক্টোবর সকাল ৬টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরও বলেন, ‘ ইতোমধ্যেই অক্টোবরের প্রথম সপ্তাহে জেলায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পর থেকেই এ অঞ্চলে শীত ও কুয়াশার প্রভাব শুরু হয়েছে।’

বিষয় :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

কার্তিকেই উত্তরে শীত-কুয়াশার ডামাডোল, বিড়াম্বনায় সাধারণ মানুষ

প্রকাশের সময় : ১২:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

হেমন্তের ঋতুর শুরুতে কুড়িগ্রামে পড়ছে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে পড়া এ কুয়াশা থাকছে সকাল ৯টা পর্যন্ত। আর এ কুয়াশা শীতের আভাস দিচ্ছে এ জেলায়। অন্যদিকে ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়ছে সড়কের যানবাহন, কৃষক ও শ্রমিক। আগাম শীতের আশঙ্কা করছে মানুষ।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ থেকে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়ছে, তবে কার্তিক মাসের প্রথম দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ কুয়াশা স্থায়ী হচ্ছে সকাল ৯টা পর্যন্ত। ফলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে অসুবিধায় পড়েছে বিভিন্ন শ্রেণির শ্রমিক।

সোনাহাট স্থলবন্দরের মোঃ আবু মুছা শামীম বলেন, ‘বেশ কয়েক দিন থেকে কুয়াশা পড়ছে। এই কুয়াশায় স্থলবন্দর যেতে তাদের কষ্ট হয়। ভোরবেলা এমন কুয়াশা পড়ে চোখে দেখা যায় না।’

কেদার এলাকার কৃষক মোঃ আবুল কালাম আজাদ স্বপন বলেন, ‘এখন টাল আবাদের মৌসুম। সকালে যে কুয়াশা পড়ে এতে ক্ষেত খামারে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে।’

একই এলাকার তেলবাহী লরি চালক মোঃ দেলোয়ার হোসেন বলেন, কুয়াশার ধরন দেখে বোঝা যাচ্ছে এবার আগাম শীত পড়বে। কেননা জীবনে এই প্রথম কার্তিক মাসের মাঝামাঝিতে এমন কুয়াশা দেখলাম। যদিও ভারি কুয়াশা, তবে ঠান্ডা লাগে না।

oppo_0

কুড়িগ্রামের কৃষি পর্যবেক্ষক ও আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘২৫ অক্টোবর সকাল ৬টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরও বলেন, ‘ ইতোমধ্যেই অক্টোবরের প্রথম সপ্তাহে জেলায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পর থেকেই এ অঞ্চলে শীত ও কুয়াশার প্রভাব শুরু হয়েছে।’