কুড়িগ্রাম হেরোইনসহ এক নারী গ্রেফতার

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৬২ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। ফজিলা বেগম (৩২) ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলাম এর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলবাড়ী উপজেলা থেকে আসা একটি অটোরিকশা নাগেশ্বরী কলেজমোড়ে আসলে গতিরোধ করেন। এ সময় পুলিশের গতিবিধি টের পেয়ে আরেকজন কারবারি আব্দুল মোতালেব পালিয়ে যান। পরে ফজিলা বেগমকে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করে তার শরীর থেকে ১ গ্রাম করে ১০টি পোটলায় মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আটক ফজিলা বেগম জানায় পলাতক মোতালেব তাকে ২ হাজার টাকার বিনিময়ে হেরোইনের পোটলা গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে সঙ্গে নিয়ে আসেন। পলাতক মোতালেব (৪৫) ফুলবাড়ী উপজেলার কাশেমবাজার এলাকার সৈয়দ আলীর ছেলে বলে জানান তিনি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

কুড়িগ্রাম হেরোইনসহ এক নারী গ্রেফতার

প্রকাশের সময় : ১২:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। ফজিলা বেগম (৩২) ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলাম এর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলবাড়ী উপজেলা থেকে আসা একটি অটোরিকশা নাগেশ্বরী কলেজমোড়ে আসলে গতিরোধ করেন। এ সময় পুলিশের গতিবিধি টের পেয়ে আরেকজন কারবারি আব্দুল মোতালেব পালিয়ে যান। পরে ফজিলা বেগমকে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করে তার শরীর থেকে ১ গ্রাম করে ১০টি পোটলায় মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আটক ফজিলা বেগম জানায় পলাতক মোতালেব তাকে ২ হাজার টাকার বিনিময়ে হেরোইনের পোটলা গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে সঙ্গে নিয়ে আসেন। পলাতক মোতালেব (৪৫) ফুলবাড়ী উপজেলার কাশেমবাজার এলাকার সৈয়দ আলীর ছেলে বলে জানান তিনি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।