কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকেও গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ পৃথক বার্তায় এ দুজনকে গ্রেপ্তারের কথা জানালেও বিস্তারিত তথ্য দেয়নি।
তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির যে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগর এ সহযোগী সংগঠনের সভাপতির দায়িত্ব পান সমীর।