গ্রুপিংয়ে জর্জরিত কুড়িগ্রাম জেলা বিএনপি, কমিটি বিলুপ্ত ঘোষণা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পির ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ অ‌ক্টে‌বর) সন্ধ্যায় বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির সি‌নিয়র যুগ্ম সহাস‌চিব অ‌্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী স্বাক্ষ‌রিত সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ সিদ্ধান্ত জানা‌নো হ‌য়ে‌ছে।

সদ‌্য বিলুপ্ত জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। একই সঙ্গে কেন্দ্রের এমন সিদ্ধান্ত‌কে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন বিএন‌পির এই নেতা।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, ‘দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।’

এর আগে ২০১৬ সা‌লে ১৫১ সদস‌্য বি‌শিষ্ট কু‌ড়িগ্রাম জেলা ক‌মি‌টি গঠন ক‌রা হয়। কিন্তু শুরু থে‌কেই সভাপ‌তি তাস‌ভীরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার ম‌ধ্যে গ্রু‌পিং আর দ্বন্দ্ব সৃ‌ষ্টি হয়।

মেয়াদোত্তীর্ণ আর গ্রু‌পিং‌য়ে জর্জরিত জেলা ক‌মি‌টির কার‌ণে দল‌টির সাংগঠ‌নিক কার্যক্রম অনেকটা‌ স্থ‌বির হ‌য়ে প‌ড়ে‌ছিল। দলীয় যে‌কোনও কর্মসূ‌চি বাস্তবায়‌নেও নেতাকর্মী‌দের ম‌ধ্যে বিভ‌ক্তি প্রকা‌শ্য এসেছিল। ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণার মাধ‌্যমে আপাতত এস‌বের অবসান হ‌লো ব‌লে তাৎক্ষ‌ণিক প্রতি‌ক্রিয়ায় জা‌নি‌য়ে‌ছেন দল‌টির নেতাকর্মীরা।

সদ্য সা‌বেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ব‌লেন, ‘ক‌মি‌টির ভে‌ঙে দেওয়ায় ভা‌লো হ‌য়ে‌ছে। এত গ্রু‌পিংয়ের চে‌য়ে কমিটি ভে‌ঙে দি‌য়ে‌ছে, এতে আমি খু‌শি হয়েছি। আমি এই সিদ্ধান্ত‌কে স্বাগত জানাই।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

গ্রুপিংয়ে জর্জরিত কুড়িগ্রাম জেলা বিএনপি, কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশের সময় : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পির ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ অ‌ক্টে‌বর) সন্ধ্যায় বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির সি‌নিয়র যুগ্ম সহাস‌চিব অ‌্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী স্বাক্ষ‌রিত সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ সিদ্ধান্ত জানা‌নো হ‌য়ে‌ছে।

সদ‌্য বিলুপ্ত জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। একই সঙ্গে কেন্দ্রের এমন সিদ্ধান্ত‌কে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন বিএন‌পির এই নেতা।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, ‘দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।’

এর আগে ২০১৬ সা‌লে ১৫১ সদস‌্য বি‌শিষ্ট কু‌ড়িগ্রাম জেলা ক‌মি‌টি গঠন ক‌রা হয়। কিন্তু শুরু থে‌কেই সভাপ‌তি তাস‌ভীরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার ম‌ধ্যে গ্রু‌পিং আর দ্বন্দ্ব সৃ‌ষ্টি হয়।

মেয়াদোত্তীর্ণ আর গ্রু‌পিং‌য়ে জর্জরিত জেলা ক‌মি‌টির কার‌ণে দল‌টির সাংগঠ‌নিক কার্যক্রম অনেকটা‌ স্থ‌বির হ‌য়ে প‌ড়ে‌ছিল। দলীয় যে‌কোনও কর্মসূ‌চি বাস্তবায়‌নেও নেতাকর্মী‌দের ম‌ধ্যে বিভ‌ক্তি প্রকা‌শ্য এসেছিল। ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণার মাধ‌্যমে আপাতত এস‌বের অবসান হ‌লো ব‌লে তাৎক্ষ‌ণিক প্রতি‌ক্রিয়ায় জা‌নি‌য়ে‌ছেন দল‌টির নেতাকর্মীরা।

সদ্য সা‌বেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ব‌লেন, ‘ক‌মি‌টির ভে‌ঙে দেওয়ায় ভা‌লো হ‌য়ে‌ছে। এত গ্রু‌পিংয়ের চে‌য়ে কমিটি ভে‌ঙে দি‌য়ে‌ছে, এতে আমি খু‌শি হয়েছি। আমি এই সিদ্ধান্ত‌কে স্বাগত জানাই।’