বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম মাদারীপুরের শিবচর থানার সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. আকাশ ব্যাপারীকে (২১) গ্রেপ্তার করে। আকাশ চৌধুরীকান্দির দত্তপাড়া গ্রামের ইসকান ব্যাপারীর ছেলে।