জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদ

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১৬৭ বার পঠিত

সংবিধান নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ’৭২-এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবার। গতকাল শনিবার বিবৃতিতে তারা বলেছে, সংবিধান স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতেই রচিত হয়েছে।

৯ অক্টোবর জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের সংবিধান ভারতের মাটিতে বসে রচনা করা হয়েছিল। তাই আমাদের সংবিধান জন্মভূমি হিসেবে বাংলাদেশকে পায়নি।’ এ বক্তব্যের প্রতিবাদে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ দর্শন ধারণ করে লাখো শহীদের রক্তে লিখিত সংবিধান। সংবিধান প্রণয়নে ১৯৭২ সালের ২৩ মার্চ গণপরিষদ আদেশ জারি হয়। আদেশ জারির মাধ্যমে সংবিধান রচনার আনুষ্ঠানিকতা শুরু হয়। বঙ্গবন্ধুকে গণপরিষদের সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়।

এতে আরও বলা হয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়। সদস্যরা দিনরাত পরিশ্রম করে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এটি রচনা করেন। দীর্ঘ আলাপ ও তর্কবিতর্কের পরে ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাস হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর হয়।

বিবৃতিটি দিয়েছেন ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন, আমীর-উল ইসলামের মেয়ে তানিয়া আমীর, প্রয়াত অধ্যাপক নুরল ইসলাম চৌধুরীর মেয়ে নাসরিন ইসলাম, হাফেজ হাবীবুর রহমানের ছেলে মইনুর রহমান, প্রয়াত এ কে মোশারফ হোসেন আকন্দের ছেলে মাসুদ আকন্দ, প্রয়াত অধ্যাপক ইসলাম চৌধুরীর ছেলে মইনুল ইসলাম চৌধুরী, প্রয়াত শেখ আবদুর রহমানের ছেলে আনিসুর রহমান ও প্রয়াত দেওয়ান আবুল আব্বাসের ছেলে দেওয়ান আফতাবুল আলম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদ

প্রকাশের সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

সংবিধান নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ’৭২-এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবার। গতকাল শনিবার বিবৃতিতে তারা বলেছে, সংবিধান স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতেই রচিত হয়েছে।

৯ অক্টোবর জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের সংবিধান ভারতের মাটিতে বসে রচনা করা হয়েছিল। তাই আমাদের সংবিধান জন্মভূমি হিসেবে বাংলাদেশকে পায়নি।’ এ বক্তব্যের প্রতিবাদে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ দর্শন ধারণ করে লাখো শহীদের রক্তে লিখিত সংবিধান। সংবিধান প্রণয়নে ১৯৭২ সালের ২৩ মার্চ গণপরিষদ আদেশ জারি হয়। আদেশ জারির মাধ্যমে সংবিধান রচনার আনুষ্ঠানিকতা শুরু হয়। বঙ্গবন্ধুকে গণপরিষদের সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়।

এতে আরও বলা হয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়। সদস্যরা দিনরাত পরিশ্রম করে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এটি রচনা করেন। দীর্ঘ আলাপ ও তর্কবিতর্কের পরে ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাস হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর হয়।

বিবৃতিটি দিয়েছেন ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন, আমীর-উল ইসলামের মেয়ে তানিয়া আমীর, প্রয়াত অধ্যাপক নুরল ইসলাম চৌধুরীর মেয়ে নাসরিন ইসলাম, হাফেজ হাবীবুর রহমানের ছেলে মইনুর রহমান, প্রয়াত এ কে মোশারফ হোসেন আকন্দের ছেলে মাসুদ আকন্দ, প্রয়াত অধ্যাপক ইসলাম চৌধুরীর ছেলে মইনুল ইসলাম চৌধুরী, প্রয়াত শেখ আবদুর রহমানের ছেলে আনিসুর রহমান ও প্রয়াত দেওয়ান আবুল আব্বাসের ছেলে দেওয়ান আফতাবুল আলম।