দীর্ঘ ৭ বছর পর পুনরায় চাকুরী ফিরে পেলেন দুই শিক্ষক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর চাকরি ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ ওই দুই শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর খালাসের আদেশ দেন। পরে সব প্রক্রিয়া শেষে সোমবার (২১ অক্টোবর) ওই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন।

২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি নাশকতার মামলায় জেলহাজতে পাঠায় ভূরুঙ্গামারী থানা পুলিশ।

পরদিন ২২ ফেব্রুয়ারি ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

ভুরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাওয়ার পর ওই দুই শিক্ষক সোমবার চাকরিতে যোগ দিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

দীর্ঘ ৭ বছর পর পুনরায় চাকুরী ফিরে পেলেন দুই শিক্ষক

প্রকাশের সময় : ০৯:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর চাকরি ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ ওই দুই শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর খালাসের আদেশ দেন। পরে সব প্রক্রিয়া শেষে সোমবার (২১ অক্টোবর) ওই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন।

২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি নাশকতার মামলায় জেলহাজতে পাঠায় ভূরুঙ্গামারী থানা পুলিশ।

পরদিন ২২ ফেব্রুয়ারি ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

তাইফুর রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

ভুরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাওয়ার পর ওই দুই শিক্ষক সোমবার চাকরিতে যোগ দিয়েছেন।