শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি পোস্ট করেন।
ওই পোস্টে তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, প্রতিটি বাংলাদেশি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার অধিকার থাকা উচিত— যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের দেশ সব বাংলাদেশিদের এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা সবাই মিলে একটি ‘সমাজের ঢাল’ গঠন করতে সক্ষম। যেখানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের পরিচয় বা পটভূমি যাই হোক না কেন।