দুর্যোগ মোকাবেলায় কুড়িগ্রামে এফবিসিসিআইয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৪০ বার পঠিত

কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগকালীন ব্যাবসা-বাণিজ্য সচল রাখতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ২০ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি হলরুমে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

প্রশিক্ষণে স্থানীয় ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেসপন্স টিমের সদস্যগণ অংশ নেন। প্রশিক্ষণ চলবে ২০ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবসায়ীগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। যে কোন দুর্যোগে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এরকম উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি অলক সরকার, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মঞ্জুর কাদের খান, এডিপিসির প্রতিনিধি আনিসুর রহমান এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রশিক্ষণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

বিষয় :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

দুর্যোগ মোকাবেলায় কুড়িগ্রামে এফবিসিসিআইয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৮:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগকালীন ব্যাবসা-বাণিজ্য সচল রাখতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ২০ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি হলরুমে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

প্রশিক্ষণে স্থানীয় ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেসপন্স টিমের সদস্যগণ অংশ নেন। প্রশিক্ষণ চলবে ২০ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবসায়ীগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। যে কোন দুর্যোগে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এরকম উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি অলক সরকার, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মঞ্জুর কাদের খান, এডিপিসির প্রতিনিধি আনিসুর রহমান এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রশিক্ষণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।