নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জন বদলি

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জন বদলি
পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।
সদ্য নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল ও ৪ জনকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে জানতে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিসি হতে সচিবালয়ে উপসচিবদের হট্টগোলডিসি হতে সচিবালয়ে উপসচিবদের হট্টগোল
যেসব জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো – লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর।

মোখলেসুর রহমান বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া ৪ জন ডিসিকে রদবদল করা হয়েছে বলেও জানান তিনি।

সিনিয়র সচিব জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত সোম এবং মঙ্গলবার ২ দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জন বদলি

প্রকাশের সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ জন বদলি
পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।
সদ্য নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল ও ৪ জনকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে জানতে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিসি হতে সচিবালয়ে উপসচিবদের হট্টগোলডিসি হতে সচিবালয়ে উপসচিবদের হট্টগোল
যেসব জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো – লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর।

মোখলেসুর রহমান বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া ৪ জন ডিসিকে রদবদল করা হয়েছে বলেও জানান তিনি।

সিনিয়র সচিব জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত সোম এবং মঙ্গলবার ২ দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা।