আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামে ৫২৯টি মণ্ডপের জন্য ২৬৪.৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই সরকার জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব আনন্দঘন পরিবেশে পালনের লক্ষ্যে পুজামণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ জেলার ৫২৯টি পুজা মন্ডপের প্রতিটিতে ৫০০ কেজি করে মোট ২৬৪ দশমিক ৫ মেট্রিক চাল বরাদ্দ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের তথ্যমতে জেলার ৫২৯ পুজামন্ডপের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলায় ২০টি , নাগেশ্বরীতে ৭৮টি, ফুলবাড়ীতে ৬৯টি, কুড়িগ্রাম সদরে৭৩টি, রাজারহাটে১৩৪টি, উলিপুরে ১২৪টি, চিলমারীতে ২৩টি, রৌমারীতে ৭টি এবং চর রাজিবপুর উপজেলায় ১টিতে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব পালন করবে।
সনাতন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথির আগেই প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে শিল্পীদের। চলতি মাসের ৯ অক্টোবর ষষ্ঠী তিথিতে ষষ্ঠ্যাদী কল্পরম্ভ বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে দেবী দূর্গার। পরদিন সপ্তমী তিথিতে সপ্তমী বিহিত পূজা, এরপর পালাক্রমে অষ্টমী, সন্ধী পূজা, নবমী পূজার পরে দশমী শেষে প্রতিমার দর্পণ বিজর্সনের মাধ্যমে ১৩ অক্টোবর শেষ হবে শারদীয় দূর্গোৎসব। দুর্গোৎসবকে ঘিরে জেলার ৯ উপজেলায় সনাতন ধর্মালম্বীদের মধ্যে উৎসবের আমজের আবহাওয়া বইছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ জেলার প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।