মোঃ আশরাফুল ইসলাম
পঞ্চগড়ে'র বোদা উপজেলায় যুবদলের কর্মী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে আহত হয় ৩ জন। সোমবার(৪-নভেম্বর) রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বোদা উপজেলার বেংহারি ইউনিয়নে ৪ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে স্থানীয় মানিকপীর ফাজিল মাদ্রাসা মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছিল। কর্মীসভা চলাকালীন সময়ে মাদ্রাসা প্রাচীরের বাইরে থেকে পরপর মাদ্রাসা মাঠে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলাকালীন মাদ্রাসা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা কর্মীসভাকে লক্ষ্য করে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, ইতিমধ্যে মামলা হয়েছে। ঘটনায় জরিত দুইজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে জেলা বিএনপি'র আহবায়ক মোঃ জহিরুল ইসলাম কচ্চু বলেন, ওই এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ইতিপূর্বে আমাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা প্রদান করেছিল। এই ঘটনাতেও তারাই জড়িত। ঘটনাটির পিছনে পঞ্চগড় থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে এমন সূত্র আমরা পেয়েছি। তবে কোন নিরপরাধ ব্যক্তি আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা যেই দলেরই হোক না কেন হয়রানির শিকার যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। তদন্ত কার্যক্রম চলমান আছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আমরা আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছি। এ বিষয়ে বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, যুবদলের কর্মীসভায় কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আমরা দুজনকে আটক করেছি। বাকী দুর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।