আমিনুর ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি।
অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর পঞ্চগড় শাখার শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গতকাল সকাল ৯.০০ ঘটিকায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ফুলকুঁড়ি আসরের চৌকস বন্ধু আব্দুল্লাহ আল সাবিতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পঞ্চগড়ের ম্যানেজার জনাব এ.কে.এম মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আকতারুজ্জামান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের শিশু দক্ষতা উন্নয়ন সম্পাদক আফনান সাদিক।
উল্লেখ্য যে, মাইন্ড ম্যারাথন, সংগীত, অভিনয়, আবৃত্তি উপস্থিত বক্তৃতা, গল্প বল প্রতিযোগিতা ও ফুলকুঁড়ি গেমস হতে সর্বমোট ৬৬ টি পুরস্কার প্রদান করা হয়।