পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে বেসিক গোলকিপিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ফুটবল কোচেস এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় কোর্সটি অনুষ্ঠিত হয়। অনলাইনে ১ দিন ও সরাসরি ২ দিন তথা ৩ দিনব্যাপী এ কোর্সটি আয়োজন করা হয়। এসময় জিকে প্রশিক্ষণ শিক্ষাবিদ স্কটিশ এফএ মো. এমরান হাসান ইমন, পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ মুরাদ নয়ন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গুলজার রহমান (মামুন), যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ রায় সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।