পঞ্চগড় জেলা প্রতিনিধি,আমিনুর ইসলাম।
গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এর পদে এক ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক লামিয়া আক্তার মিতু।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় গার্লস টেকওভার কর্মসূচির আওতায় মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাইরুল ইসলাম এর পদে এই প্রতীকী দায়িত্ব পালন সম্পন্ন হয়।
এসময় প্রতীকী মেডিকেল অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এনসিটিএফ সদস্যসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাকে সেবা কেন্দ্রের সেবা ও প্রশাসন সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে জানান ডাঃ মোঃ খাইরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর জেলা ভলান্টিয়ার মোঃ আশিক এলাহী, এনসিটিএফ জেলা কমিটির সহ-সভাপতি হুসাইন আবরার লিওন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ আজমাইন তাসিন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার রাকিন ভূঁইয়া, শিশু গবেষক নুর এ জান্নাত জুঁথি, শিশু সাংবাদিক রাকিদ সুমাইয়া সলভী, সাধারণ সদস্য আব্দুল জাকারিয়া ও সিহাব সরকার।