আবারো সাধারণ সম্পাদক হলেন গুলজার রহমান (মামুন)
পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক মোঃ গুলজার রহমান (মামুন)। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে কার্যনির্বাহী কমিটির ভোটে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগেও তিনি পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ তার নেতৃত্বেই পঞ্চগড়ে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট, রেফারী প্রশিক্ষণ, ফিটনেস প্রশিক্ষণ সহ ফুটবল খেলার উন্নয়নে কার্যক্রম হয়েছিলো৷ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেন, পঞ্চগড় জেলার বাইরেও রাজধানী ঢাকাতে গুলজার রহমান (মামুন) ক্রীড়া সংগঠক ও কোচ হিসেবে বেশ পরিচিত।
রাজধানী থেকে পঞ্চগড়ের ফুটবল ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যথেষ্ট পরিশ্রম করছে গুলজার রহমান (মামুন)। আমরা পঞ্চগড়ের ফুটবল ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আবারো সাধারণ সম্পাদক হিসেবে তাকে দায়িত্ব প্রদান করেছি।
আশা করি, আগের চেয়ে জেলার ফুটবল ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পঞ্চগড়বাসীকে তিনি আরো ভালো কিছু উপহার দিবেন৷ আমরা চাই, তার বলিষ্ঠ নেতৃত্বে পঞ্চগড় জেলার ফুটবলের সোনালী অতীত ফিরে আসুক৷
এছাড়াও তিনি পঞ্চগড় জেলা ফুটবল কোচেস এ্যাসোসিয়েশনের সভাপতি, কুমিল্লা ইউনাইটেড ক্লাবের ম্যানেজার সহ রাজধানীর বেশকিছু একাডেমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, জেলার পাঁচ উপজেলার ৮ টি ফুটবল একাডেমিকে সাথে নিয়ে যাত্রা শুরু করেছিলো পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন৷