দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটা প্লাস্টিক নয়। পাট থেকে তৈরি করা সোনালী ব্যাগ। ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে জৈব সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। রাস্তাঘাটে ফেললে সেটা ড্রেনে পৌঁছুলেও জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কারণ কিছুদিন পরই জলের সাথে মিশে মাছের খাদ্যে পরিণত হবে।
বৈপ্লবিক সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমেদ খাঁন।
সারা পৃথিবী মরিয়া হয়ে আছে এই পরিবেশ বান্ধব পলিজুটের ব্যাগের জন্য। দরকার শুধু রাষ্ট্রীয় যথাযত পৃষ্টপোষকতার।