বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. পরিমল ও মহাসচিব ডা. কবির আহমেদ নির্বাচিত
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০২৪-২৭ কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. এসএম সালাউদ্দিন আল আজাদ
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) ২০২৪-২৭ কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন বিডিএসের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. এসএম সালাউদ্দিন আল আজাদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির শতাধিক ডেন্টাল সার্জনসহ নির্বাচন কমিশনার ডা. এস এম তানভীর ইসলাম, ডা. সিফাতউদ্দীন খান, ডা. সমীর বণিক ও ডা. মো. মোখলেছুর রহমান (পনির)।