পঞ্চগড়ের বোদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় অঙ্গীভূত আনসার ও ভিডিপির সদস্য/সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববারে উপজেলা পরিষদ চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, যেকয়েকটা দিনের আমরা দায়িত্ব পাবো, এই পরিবর্তিত পরিস্থিতিতে খুব নিষ্ঠার সাথে প্রতিবছরের ন্যায় দায়িত্ব পালন করবো। কোথাও কোনো ঝামেলা না হলেও, আমার এখানে ঝামেলা হতে পারে, এই বিষয়টা মাথায় নিয়ে সজাগ থাকবো। এটা আমাদের আশংকা নয়, এটা আমাদের পূর্বপ্রস্তুতি। আপনারা প্রতিমার দিকে লাগানো ক্যামেরা সচল আছে কি না ! কারেন্টের লাইন পেয়েছে কি না ! দেখবেন। কারণ কোনো একটা ঘটনা ঘটলে আমরা ক্যামেরা দেখতে যাব। ক্যামেরাতেই যদি কারেন্ট না থাকে তাহলে তো দেখতো পাব না। বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এসময় আরো উপস্থিত ছিলেন বোদা থানার ওসি মোজাম্মেল হক পিপিএম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনিশ চন্দ্র মুনি প্রমুখ।
সর্বশেষ :
বোদায় আনসার ভিডিপির ব্রিফিং
- স্মার্ট ডেস্ক
- প্রকাশের সময় : ১১:২৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- ৩৯ বার পঠিত
জনপ্রিয়