বোদা(পঞ্চগড়)প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আলিম বাজারে এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ৪ জনকে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করা হয়েছে।
১৮ শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উন্মে নেহার পক্ষের ৮ জন ও অপরপক্ষ আব্দুল আলিমের ৪ জন আহত হয়েছেন। উন্মে নেহারের পক্ষের আহতরা হলেন, মন্টু, আসাদুজ্জামান, আশরাফুল, নুর আমিন, গলেজা বেগম, শাহের বানু, শেফালী, সায়রা খাতুন। আব্দুল আলিমের পক্ষের জহুর, রুবীনা, রবিউল, সেরাজুল আহত হয়েছেন। উন্মে নেহার পক্ষের ৪ জনকে ঠাকুরগাঁওয়ে রেফার্ড করা হয়েছে।
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের নেতৃত্বে আব্দুল আলিম, আনোয়ার হোসেন, ময়নুল, সেরাজুল, জুয়েল, শাজাহানসহ ৮-১০ জনের একটি বাহিনী রাতে আমাদের বাসা বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে জানান উন্মে নেহার। তবে এ অভিযোগ অস্বীকার করে আব্দুল আলিমের পক্ষ জানান, তারা জমি পাবে অন্যস্থানে। কিন্তু তারা বাজারের জমিটি দাবী করছে। এবিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ :
বোদায় জমি নিয়ে সংঘর্ষ, দুপক্ষের আহত ১২
- বোদা,পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- ৪১২ বার পঠিত
বিষয় :
জমি নিয়ে সংঘর্ষ
জনপ্রিয়