121
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে। দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৪। আজ শুক্রবার ১ নভেম্বর সকালে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বোদা উপজেলায় বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়।সারাদেশের ন্যায় বোদা উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়।র্যালি শেষে বোদা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা,ঋণের চেক বিতরণ,ও সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। বোদা উপজেলা যুব উন্নয় কর্মকর্তা আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইন চার্য আজিম উদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বোদা উপজেলার সমন্বয়ক ওমর ফারুক। বোদা উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য তসলিম উদ্দিন। বোদা উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক জান্নাতুল বারী মানিক।উপজেলা ছাত্র দলের আহবায়ক রিয়েল প্রধান।
প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার বোদা বলেন আমরা শপথ নিয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার।আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে।আমরা যুগের সাথে তাল মিলিয়ে উন্নত হচ্ছি।চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হোক।চাকি করার চিন্তা বাদ দিয়ে চাকরি দেয়ার চিন্তা করুন.......।