বোদা,পঞ্চগড় প্রতিনিধিঃ
সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় নানান কর্মসূচীর মাধ্যমে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হাসান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন,বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল বাসেত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়েল প্রধান, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি জান্নাতুল বারী মানিক প্রমুখ। শেষে ঋণের চেক বিতরণ করা হয়।