পঞ্চগড়ের বোদা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করেছে উপজেলার বিশেষ ট্রাস্কফোর্স কমিটি। দোকান অপরিচ্ছন্ন ও পণ্যসামগ্রীর দামের তালিকা না থাকার অপরাধে দুটি মুদি দোকানকে দুই হাজার (২) টাকা জরিমানা করা হয়েছে।গত কাল মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ ট্রাস্কফোর্স কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফুয়াদ, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ, শিক্ষার্থী প্রতিনিধি হাসান আলী ও মোঃ রাব্বি।
জানা যায়, বোদা উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি,পর্যালোচনার জন্য উপজেলার সহকারী কমিশনার (ভূূমি)কে আহবায়ক ও কৃষি বিপনন অধিদপ্তরের প্রশিক্ষককে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সর্বশেষ :
বোদায় বিশেষ ট্রাস্কফোর্স কমিটির তদারকি
- স্মার্ট ডেস্ক
- প্রকাশের সময় : ০৩:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- ৯৫ বার পঠিত
বিষয় :
ট্রান্সফোর্স
জনপ্রিয়