ওয়াজ মাহফিলের প্রধান অতিথি নিয়ে দ্বন্দে দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।গতকাল বুধবার রাত ১১ টায় বোদা উপজেলার তেপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বেংহাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ ঐক্যের সভাপতি পলাশ চন্দ্র রায়, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রাফিউল্লাহ প্রধান, খালেকুল ইসলাম ও মোশারফ হোসেন।
জানা যায়, তেপুকুরিয়া এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।এতে বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল্লাহ সুফিকে স্থানীয় শাহিনুর রহমান, সামসুলসহ একটি পক্ষ প্রধান অতিথি করে। আরেকটি পক্ষ তাকে মানতে রাজি না হওয়ায়। পরে দুই পক্ষের সংঘর্ষ হয়।
ভুক্তভোগী আনিসুর রহমান জানান, শাহিনুর রহমান প্রধানের নেতৃত্বে সাজ্জাদ, সামসুল, হাবিবুরসহ একাধিক লোকজন আমিসহ বিএনপির লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে আমরা ছয়জন আহত হই।
অভিযুক্ত বেংহাড়ি ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান প্রধান জানান, মাহফিলের প্রধান অতিথি করাকে নিয়ে আলোচনার শেষে মারপিটের ঘটনা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
Info:online
সর্বশেষ :
বোদা’য় মাহফিলের প্রধান অতিথি নিয়ে দ্বন্দে সংঘর্ষে আহত-৬
- স্মার্ট ডেস্ক
- প্রকাশের সময় : ১০:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- ২১৫ বার পঠিত
জনপ্রিয়