পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলেচনা সভা ও একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা যুবদলের আহবায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক একেএম আকতার হোসেন হাসান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আসাদুল্লাহ আসাদ, হকিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মহব্বত, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক আল আমিন বাবু, আবু রায়হান রাফি, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক অলিয়ার রহমান অলি, সদস্য সচিব আফছারুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। জাতীয়তাবাদী যুবদল ফ্যাসিস্ট সরকারের দোসরদের রুখে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। যুবদলের কার্যক্রম যেন গণমানুষের উন্নয়নের জন্য হয়।