পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায় এক শতক চলাচলের রাস্তার জমি নিয়ে দু-পক্ষের দেড় বছর ধরে বিরোধ চলছে। গতকাল বৃহস্পতিবারে সকালে লাবুর ছেলে হাবীব, বিক্রেতা মৃত অফুরদ্দিনের ছেলে তুয়াবুর, কাদের ও মারুফ সহ ক্রেতা শাহীনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন কাপড় ব্যবসায়ী মোঃ শাহীন। জানা যায়, অফুরদ্দিনের কাছে থেকে সাড়ে দশ শতক জমি ক্রয় করে সাড়ে নয় শতক জমিতে বাড়ি ও এক শতক জমিতে চলাচলের রাস্তার করে মোঃ শাহীন। ভুক্তভোগী শাহীন বলেন, আমি টাকা দিয়েই জমি ক্রয় করেছি। রেজিস্ট্রির সময় এক শতক জমির দাগ নম্বর ভুল হওয়ায় বিক্রেতার ছেলে এখন রাস্তার জমিটি দাবী করছে। আমরা ৪০-৪৫ বছর থেকে সেখানে বাড়ি করে আছি। আমি বিজ্ঞ আদালতে একটি মামলা করেছিলাম। আমি দুইবার বিজ্ঞ আদালতের রায় পেয়েছি। তারা আপিল করেছে। জমি সমস্যা নিয়ে থানায় একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাইনি। এবিষয়ে জানতে জমি বিক্রেতা অফুরদ্দিনের ছেলে তুয়াবুর রহমানকে মুঠোফোনে কল করা হলে রিসিভ করেননি। হামলার ঘটনায় সেনাবাহিনীর কাছে শাহীনরা অভিযোগ দিতে এলে, থানা অথবা বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন তারা। এছাড়াও বিজ্ঞ আদালতে দলিল সংশোধনীর মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ :
বোদায় ১ শতক জমি নিয়ে বিরোধ, হামলা
- স্মার্ট ডেস্ক
- প্রকাশের সময় : ০৮:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- ৪১ বার পঠিত
জনপ্রিয়