বোদা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

  • স্মার্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২২ বার পঠিত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ (৯ ডিসেম্বর)। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন কর্মসূচি পালন করবে। রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করতে যাচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে। প্রতি বছর দিবসটি পালিত হলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। এখন সরকারিভাবেও দিবসটি পালন হচ্ছে।

সেই সূত্রধরে আজ বোদা উপজেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালীন সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো,শাহরিয়ার নজির, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ,অধ্যাপক প্রবীর চন্দ, মাজেদুল ইসলাম আকাশ সহ আরো অনেকেই দুর্নীতি দমন ও প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিষয় :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

বোদা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ (৯ ডিসেম্বর)। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন কর্মসূচি পালন করবে। রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করতে যাচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে। প্রতি বছর দিবসটি পালিত হলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। এখন সরকারিভাবেও দিবসটি পালন হচ্ছে।

সেই সূত্রধরে আজ বোদা উপজেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালীন সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো,শাহরিয়ার নজির, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ,অধ্যাপক প্রবীর চন্দ, মাজেদুল ইসলাম আকাশ সহ আরো অনেকেই দুর্নীতি দমন ও প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।