পঞ্চগড়ের বোদা ফুটবল ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোঃ শরিয়ত উল্লাহ্ বিপ্লব মনোনীত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আবু হারুন সবুজ, সহ-সভাপতি রেজওয়ানুল আলম রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রম্য, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, দপ্তর সম্পাদক তাজমিনুর রহমান মিনু, সহ-দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর, ক্রীড়া সম্পাদক মাহবুব আলম, সহ-ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, অর্থ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক জামিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক পারভেজ মোশারফ সহ কার্যকরী সদস্য হিসেবে নয়ন ইসলাম, নাজমুল হোসেন নিশু ও লিমন ইসলাম আছেন। এদিকে উক্ত ক্লাবের প্রধান উপদেষ্টা হয়েছেন বোদা পৌর বিএনপি’র সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপদেষ্টা হয়েছেন সদ্য সাবেক কাউন্সিলর শাহজাহান আলম সিরাজ, আব্দুল্লাহ আল মারুফ (অনু), মতিয়ার রহমান (মতি) ও গুলজার রহমান (মামুন)।
সাবেক কমিটির সভাপতি ছিলেন মো.ফিরোজ আলম চৌধুরী, সভাপতি-বোদা বাজার বণিক সমিতি। সাধারণ সম্পাদক ছিলেন ডা.মো.রাসেল রিয়াদ,সম্পাদক -ডেইলি স্মার্ট পোস্ট, দীর্ঘ তিন বছরের বেশী সময় ধরে তারা এই কমিটির দায়িত্ব সঠিক ভাবে পালন করে এগিয়ে নিয়েছেন বোদা ফুটবল ক্লাব কে।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক অবদান রাখা বোদা ফুটবল ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা, উপদেষ্টামন্ডলী ও কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলার নিবন্ধিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব। এছাড়াও, খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠকবৃন্দ সহ বিভিন্ন মহল শুভেচ্ছা জানিয়েছেন।