গতকাল রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পৌর শহরস্থ জগদ্বন্ধু ঠাকুরবাড়ি মন্দির মাঠ প্রাঙ্গনে ও বোদা উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির প্রঙ্গনে আসন্ন শারদীয় দুর্গোৎসব- ২০২৪ নির্বিঘ্নে উৎযাপন উপলক্ষে বিভিন্ন পুরোহিত, মন্দির কমিটির সদস্যবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মোঃ আমিনুল ইসলাম।
ডিআইজি'র উপস্থিতে সকলের উদ্দেশ্য আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়ায় যেন সম্পন্ন করার সম্ভব হয় তার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া কোন অপশক্তি যেন কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।
এসময় পুলিশ সুপার, পঞ্চগড় জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিভিন্ন পুরোহিতবৃন্দ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, মন্দির কমিটির সদস্যবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।