আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে গিয়ে ব্রহ্মপুত্রের পানিতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী রমনা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের হারাগাছ এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিখোঁজের ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন। তিনি বলেন, ‘রংপুরের হারাগাছ থেকে পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন যুবক চিলমারীতে ঘুরতে এসেছিলেন। তারা পরস্পর বন্ধুবান্ধব ও আত্মীয়।’
স্থানীয়রা জানায়, ওই যুবকরা নদী তীরে মোবাইল ফোনে ছবি ও ভিডিও করছিলেন। হঠাৎ পানিতে পড়ে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাকে দেখতে না পেরে সঙ্গের লোকজন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে যান।
খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার ফাইটার মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা চালায়। তবে ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। শনিবার রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালাবে।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন।