খুলনা পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রিকে কেন্দ্র করে মারামারিতে ফজর গাজী (৫০) নামে একজন মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ওসি তুষার কান্তি দাশ।
মসজিদের সভাপতি মমিন গাজী বলেন, উপজেলার শ্যামনগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে একই গ্রামের আবু বাক্কর শেখ নামে এক ব্যক্তি একটি ছাগল দান করেন। জুমার নামাজ শেষে দানের ছাগল নিলামে বিক্রির জন্য ডাক শুরু হলে মোস্তফা গাজী, বুলবুল গাজী, রহমত গাজী, কাদের সরদারসহ ১০ থেকে ১২ জন মিলে ফজর গাজী, শাহিন সরদারের ওপর হামলা করেন। এ সময় উভয়পক্ষের ৪ জন মারাত্মক আহত হন। স্থানীয় মুসল্লিরা আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন।
পাইকগাছা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে মারামারিতে চারজন রোগীকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন স্থানীয়রা। তাদের মধ্যে ফজর আলী গাজী নামে এক ব্যক্তি মারা যান। বাকিরা চিকিৎসাধীন থাকলেও বুলবুল নামে একজন ভিড়ের মধ্যে পালিয়ে গেছেন।
সর্বশেষ :
মসজিদে ছাগল দান, নিলাম নিয়ে সংঘর্ষ, নিহত ১
- স্মার্ট ডেস্ক
- প্রকাশের সময় : ০৯:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- ৯৬ বার পঠিত
জনপ্রিয়