লালমনিরহাটে ৬০ বোতল মাদক ফেন্সিডিলসহ তিন জন পুলিশের হাতে আটক

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তিনজন আসামী আটক।

লালমনিরহাট পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা অধিনে বিশেষ অভিযানে লালমনিরহাট থানার অর্ন্তগত পুলিশ লাইন্স সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্স এর সামনে লালমনিরহাট-রংপুর সড়কের উপর হইতে ইমালিফ নামের যাত্রীবাহী বাসের ডান পার্শ্বে থাকা একটি কাঠের সাউন্ড বক্স এর ভিতরে থাকা ৬০ (ষাট) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং এ সময় আসামী ১। মোঃ রুবেল ইসলাম (২১), পিতা- মোঃ ইয়ানুছ আলী, মাতা-মোছাঃ কবিলা বেগম, সাং-মালগাড়া ০৪ নং ওয়ার্ড, ২। শ্রীঃ নন্দ রায় (১৯), পিতা- শ্রীঃ স্বপন কুমার রায়, মাতা- শ্রীমতী প্রতিমা রাণী রায়, ৩। শ্রীঃ বিশ্ব রায় (২০), পিতা- শ্রীঃ নির্মল রায়, মাতা- শ্রীমতী জোছনা রাণী, উভয় গ্রাম – সেবক দাস, ০২ নং ওয়ার্ড, সকলের ইউপি- গোড়ল,সর্ব থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট দের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর থানায় ওসি জনাব আব্দুল কাদের বলেন আসামীদের বিরদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

লালমনিরহাটে ৬০ বোতল মাদক ফেন্সিডিলসহ তিন জন পুলিশের হাতে আটক

প্রকাশের সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তিনজন আসামী আটক।

লালমনিরহাট পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা অধিনে বিশেষ অভিযানে লালমনিরহাট থানার অর্ন্তগত পুলিশ লাইন্স সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্স এর সামনে লালমনিরহাট-রংপুর সড়কের উপর হইতে ইমালিফ নামের যাত্রীবাহী বাসের ডান পার্শ্বে থাকা একটি কাঠের সাউন্ড বক্স এর ভিতরে থাকা ৬০ (ষাট) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং এ সময় আসামী ১। মোঃ রুবেল ইসলাম (২১), পিতা- মোঃ ইয়ানুছ আলী, মাতা-মোছাঃ কবিলা বেগম, সাং-মালগাড়া ০৪ নং ওয়ার্ড, ২। শ্রীঃ নন্দ রায় (১৯), পিতা- শ্রীঃ স্বপন কুমার রায়, মাতা- শ্রীমতী প্রতিমা রাণী রায়, ৩। শ্রীঃ বিশ্ব রায় (২০), পিতা- শ্রীঃ নির্মল রায়, মাতা- শ্রীমতী জোছনা রাণী, উভয় গ্রাম – সেবক দাস, ০২ নং ওয়ার্ড, সকলের ইউপি- গোড়ল,সর্ব থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট দের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর থানায় ওসি জনাব আব্দুল কাদের বলেন আসামীদের বিরদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। রয়েছে।