প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফা রাজনৈতিক সংলাপ আজ শুরু করতে যাচ্ছে। প্রথম দিনে দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠেয় এই সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং কয়েকটি বড় রাজনৈতিক দল অংশ নেবে।
গত ২ অক্টোবর এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাষ্ট্রযন্ত্রের সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কার্যক্রম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার থেকে উপদেষ্টা পরিষদ আবারও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।
তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের উন্নয়ন সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টাগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ চাইবেন।’
আলম বলেন, সংলাপ চলবে এবং সব শীর্ষস্থানীয় রাজনৈতিক দল আলোচনায় যোগ দেবে।
সর্বশেষ :
সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ শুরু হচ্ছে
- স্মার্ট ডেস্ক
- প্রকাশের সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- ৪৭ বার পঠিত
জনপ্রিয়