সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমনের ঘটনায় সাবেক এমপি (সুনামগঞ্জ-৫) মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পরবর্তী সময়ে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত মহিবুর রহমানকে ডিবি কার্যালয় ঢাকায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।