সুপ্রিয় বোদাবাসী!
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে ০ থেকে ১ বছর বয়সী সকল শিশুর তথ্য ও মৃত ব্যক্তির তথ্য সংগ্রহের ক্যাম্পেইন শুরু হয়েছে। সকল ইউনিয়নের নির্ধারিত সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে জন্মগ্রহণকারী শিশু, তার বাবা-মায়ের তথ্য ও মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করবেন।
এ লক্ষ্যে নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্য সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট প্রদানের জন্য এবং সংযুক্ত তালিকা মোতাবেক নির্ধারিত তারিখে জন্ম নিবন্ধন ক্যাম্পে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদান ও নিবন্ধনের প্রয়োজনে সংযুক্ত তালিকা অনুযায়ী আপনার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীর সাথে যোগাযোগ করুন।
উল্লেখ্য, সঠিক সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা না হলে ভবিষ্যতে নানাবিধ জটিলতার উদ্ভব হতে পারে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং জন্ম নিবন্ধন না করা অপরাধ।