১০৫০ কেজি ইলিশসহ পাচারকারী আটক

  • নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৫২ বার পঠিত

জেলার কসব সীমান্তা হয়ে ভারতে ত্রিপুরায় পাচারের সময় আজ ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছসহ এক লোককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার বিকেলে পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় বাংলাদশে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এসময় ১ হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক যুবককে।
এই ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, আটককৃত পাচারকারীসহ জব্দ করা ইলিশ মাছগুলো সেনাবাহিনী তার মাধ্যমে থানায় হস্তান্তর করেছেন।
কসবা থানার ওসি মনিরুল ইসলাম জানান- পাচারকারী সারোয়ার আলমসহ জব্দকৃত ইলিশ মাছগুলো আগামীকাল মঙ্গলবার আদালতে নেয়ার পর করণীয় জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ক্রিস্টাল আইস ও হেরোইন সহ ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

১০৫০ কেজি ইলিশসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

জেলার কসব সীমান্তা হয়ে ভারতে ত্রিপুরায় পাচারের সময় আজ ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছসহ এক লোককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার বিকেলে পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় বাংলাদশে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এসময় ১ হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক যুবককে।
এই ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, আটককৃত পাচারকারীসহ জব্দ করা ইলিশ মাছগুলো সেনাবাহিনী তার মাধ্যমে থানায় হস্তান্তর করেছেন।
কসবা থানার ওসি মনিরুল ইসলাম জানান- পাচারকারী সারোয়ার আলমসহ জব্দকৃত ইলিশ মাছগুলো আগামীকাল মঙ্গলবার আদালতে নেয়ার পর করণীয় জানা যাবে।