আজ কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৭ তম মৃত্যু বার্ষিকী

কমরেড মোহাম্মদ ফরহাদের জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে। তাঁর ডাকনাম ছিল বাদল । রাজনৈতিক ছদ্মনাম ছিল কমরেড কবির।